Punjab | বন্যায় ধুয়েমুছে সাফ ভারত-পাকিস্তান চেকপোস্ট 'ইরাবতী নদীবাঁধ'! অনুপ্ৰবেশের আশঙ্কা সেনার

ইরাবতী নদী যা ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্দিষ্ট করে ৩০ কিলোমিটার পর্যন্ত সেই নদীবাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে কাঁটাতার।
ভয়াবহ বন্যার জেরে বিধস্ত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব। ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্দিষ্ট করে ৩০ কিলোমিটারের ইরাবতী নদীবাঁধ। বন্যার জেরে শুধুমাত্র অমৃতসরে ১২টি বাঁধ ভেঙেছে। পাঠানকোটে দুই কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ এবং ডেরা বাবা নানকের কাছে প্রায় ৫০০ মিটার কাঁটাতারের বেড়া উপড়ে গেছে। দুই দেশের সেনাদের অনুপস্থিতিতে ভারত ও পাকিস্তানের চেকপোস্ট খালি পড়ে রয়েছে। সূত্রের খবর, চেকপোস্ট খালি পেয়ে মাদক পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। বিএসএফের তৎপরতায় তাঁদের আটকানো গিয়েছে।