Paris Olympic 2024 | টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়লো ভারত! রোমানিয়াকে হারিয়ে শেষ আটে মণিকা বাত্রা-শ্রীজা আকুলারা
অলিম্পিকসের টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌছলো ভারতের মহিলা দল।
অলিম্পিকসের টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌছলো ভারতের মহিলা দল। রোমানিয়াকে ৩-২ হারিয়ে শেষ আটে উঠলেন মণিকা বাত্রা-শ্রীজা আকুলারা। টেবিল টেনিসে মেয়েদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস গড়েছে ভারত। কারণ এই প্রথম এই ইভেন্টের যোগ্যতা অর্জন করে শেষ আটে জায়গা করে নেয় টিম ইন্ডিয়া। রোমানিয়ার বিরুদ্ধে টাইয়ের পঞ্চম ম্যাচ জিতে নেন মনিকা বাত্রা। তিনি ১১-৫, ১১-৯ ও ১১-৯ গেমে হারিয়ে দেন আদিনাকে। ফলে ভারত প্রি-কোয়ার্টার ফাইনাল টাই জেতে ৩-২ ব্যবধানে।
- Related topics -
- খেলাধুলা
- অলিম্পিক
- প্যারিস অলিম্পিক্স-প্যারালিম্পিক্স ২০২৪
- অলিম্পিক্স