INDvsENG | বাঁচাতে পারলো না পাঁচখানা সেঞ্চুরি, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের

Wednesday, June 25 2025, 2:36 am
INDvsENG | বাঁচাতে পারলো না পাঁচখানা সেঞ্চুরি, ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে হার ভারতের
highlightKey Highlights

এর আগে এক টেস্টে পাঁচ সেঞ্চুরি ভারত কোনওদিন করেনি। অথচ সেই পাঁচ সেঞ্চুরির রেকর্ডের ম্যাচই হারতে হল টিম ইন্ডিয়াকে।


বোলিং এবং ফিল্ডিং ব্যর্থতার জেরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অবিশ্বাস্যভাবে হারলো ভারত। পঞ্চম অর্থাৎ শেষদিনে ৩৫০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে ইংল্যান্ড। শুরুতেই ১৮৮ রানের যুগলবন্দীতে অর্ধেক রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। শেষদিকে জো রুট (অপরাজিত ৪৩), বেন স্টোকস (৩৩) এবং জেমি স্মিথ (অপরাজিত ৪৪) বাকি রানটা হাসতে হাসতে করে দিলেন। গোটা ম্যাচে টিম ইন্ডিয়া গোটা আটেক ক্যাচ ছাড়লো। ৫ খানা সেঞ্চুরির পরেও ফিল্ডিং ব্যর্থতায় ডুবলো ভারত। ৫ উইকেট খুইয়ে ৫ ম্যাচের সিরিজে ১:০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File