খেলাধুলা

India vs Singapore | সিঙ্গাপুরের কাছে ২:১এ হার, এশিয়া কাপে স্বপ্ন শেষ ভারতীয় দলের

India vs Singapore | সিঙ্গাপুরের কাছে ২:১এ হার, এশিয়া কাপে স্বপ্ন শেষ ভারতীয় দলের
Key Highlights

ঘরের মাঠে এগিয়ে থেকেও সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারলেন সুনীল ছেত্রীরা।

FIFA র‌্যাঙ্কিংয়ে ১৫৮ তম স্থানে থাকা সিঙ্গাপুরের কাছে হেরে গেলো ভারত। কাফা নেশন্স কাপ জয়ের পর এ বার এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে কোচ খালিদকে নিয়ে আশায় বুক বেঁধেছিল ভারতীয় সমর্থকরা। এদিন সিঙ্গাপুরের কাছে ২:১ গোলে হারতে হলো সুনীল ছেত্রীদের। ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার শটে লালিনজুয়ালা ছাংতের প্রথম গোল দলের মনে আশা জাগালেও শেষরক্ষা হয়নি। ৪৪ মিনিটে গোয়াল শোধ করলেন সিঙ্গাপুরের উই ইয়ং সং। ম্যাচের ৫৮ মিনিটে ফের গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে দেয় ভারত। ফলে ভারত বাকি দুই ম্যাচ জিতলেও এশিয়ান কাপে যেতে পারবে না।