Operation Sindoor | অপারেশন সিঁদুরে একটি রাফালে জেট হারিয়েছিল ভারত! তবে সেটা পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নয়!

রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানান, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি মাত্র রাফালে যুদ্ধবিমান খুইয়েছে। তবে সেটা শত্রু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নয়।
অপারেশন সিঁদুরের সময় ভারতের রাফালে জেট ধ্বংস করেছিল পাক সেনা, এমনই দাবি করেছিল ইসলামাবাদ। তবে সেই দাবি এবার খারিজ করলো খোদ রাফালে প্রস্তুতকারী সংস্থা দাসাল্ট অ্যাভিয়েশন। সংস্থার সিইও এরিক ট্র্যাপিয়ার জানান, অপারেশন সিঁদুর চলাকালীন ভারত একটি মাত্র রাফালে যুদ্ধবিমান খুইয়েছে। তবে সেটা শত্রু পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে নয়। বরং পদ্ধতিগত ভুলের জন্য। তিনি বললেন, “পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান নামানোর দাবি অসত্য এবং অপ্রত্যাশিত। ভারত একটি রাফালে হারিয়েছে। তবে সেটা পদ্ধতিগত ত্রুটির জন্য।”