Pahalgam Attack | 'ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে'! জঙ্গি হামলা নিয়ে আজব দাবি ‘মাস্টারমাইন্ড’ সইফুল্লার!
Thursday, April 24 2025, 7:04 am

সইফুল্লার বক্তব্য, ‘ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে। এই ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী। এটা ওদের ষড়যন্ত্র।'
পহেলগাঁওয়ে ঘুরতে গিয়ে জঙ্গিদের নৃশংস হত্যালীলায় প্রাণ হারান ২৮ নিরীহ পর্যটক। এই হামলার দায় স্বীকার করে লস্কর ই তৈবার সামনের সারির জঙ্গি সংগঠন ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’। ‘মাস্টারমাইন্ড’ হিসেবে নাম উঠে আসে লস্কর ই তৈবার ডেপুটি চিফ সইফুল্লা খালিদ কাসৌরির। এবার সেই সইফুল্লাই পহেলগাঁও হামলার জন্য দায়ী করলো ভারতকে! তার বক্তব্য, ‘ভারত নিজেই পহেলগাঁওয়ে আক্রমণ চালিয়েছে। এই ঘটনার জন্য তারা নিজেরাই দায়ী। এটা ওদের ষড়যন্ত্র। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা জানাই।’
- Related topics -
- দেশ
- ভারত
- কাশ্মীর
- জম্মু-কাশ্মীর
- পহেলগাঁও জঙ্গি হামলা
- জঙ্গি
- জঙ্গিগোষ্ঠী
- পাক জঙ্গি
- জঙ্গি হামলা
- পাকিস্তান