NOTAM in J&K | পাক হুমকির জের, জম্মু কাশ্মীরের আকাশে নোটাম জারি ভারতের

জম্মু ও কাশ্মীরের আকাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিমান চলাচলের ক্ষেত্রে অন্য বিমানকে সতর্ক করেছে ভারত।
পহেলগাঁও হামলার পর থেকেই পাক হুমকির জের রয়েছে জম্মু ও কাশ্মীরে। আজ, ১৯ অগস্ট থেকে জম্মু ও কাশ্মীরের আকাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিমান চলাচলের ক্ষেত্রে নোটাম জারি করেছে ভারত। আগামী ২১ অগস্ট ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত এই নোটাম জারি থাকবে। জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাব এই দুটি জোনে এই নোটাম জারি হয়েছে। মনে করা হচ্ছে এইসময় ভারতীয় বায়ুসেনা জম্মু ও কাশ্মীর এবং সীমান্তবর্তী পঞ্জাবের আকাশসীমায় যুদ্ধ অনুশীলন করতে পারে। কোনো দূরপাল্লার মিসাইল পরীক্ষাও হতে পারে।