'S-400 Missile | নিখুঁতভাবে রক্ষাকবচের কাজ করেছে ‘সুদর্শন চক্র’, রাশিয়ার থেকে আরও এস-৪০০ আনছে ভারত!

Wednesday, May 14 2025, 4:44 am
highlightKey Highlights

ভারত পাকিস্তান সংঘাতে সাফল্যের পরই শোনা যাচ্ছে, রাশিয়ার কাছ থেকে আরও এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনছে ভারত।


ভারত পাকিস্তান সংঘাতে নিখুঁতভাবে রক্ষাকবচের কাজ করেছে ‘সুদর্শন চক্র’ এস ৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সাফল্যের পরই শোনা যাচ্ছে, রাশিয়ার কাছ থেকে আরও এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনছে ভারত। বর্তমানে আপাতত ভারতের চারটি জায়গা পঞ্জাব, পাঠানকোট, রাজস্থান এবং গুজরাট সীমান্তে এই অত্যাধুনিক এস ৪০০ মোতায়েন করা রয়েছে। উল্লেখ্য, রাশিয়ার তৈরী এই অস্ত্র অন্তত ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে তা ৪০০ কিলোমিটার দূর থেকে নিষ্ক্রিয় করতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File