জল ও ভ্যাকসিন পেয়ে আফগানিস্তান আন্তরিক ধন্যবাদ জানায় ভারত কে
Friday, February 12 2021, 12:02 pm
Key Highlights
দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পরে কাবুল নদী অববাহিকায় শাহতুত বাঁধ নির্মাণে চুক্তিবদ্ধ হল ভারত আফগানিস্তান। মোদী সরকারের আমলেই ঐতিহাসিক এই জলচুক্তি ঘোষিত হল। কাবুলের মানুষকে পানীয় জল সরবরাহে চুক্তিবদ্ধ হল নয়া দিল্লি। বুধবার মোদীর সঙ্গে এক ভিডিয়ো বৈঠকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি বলেন, 'আমাদের ৫ লক্ষ প্রতিষেধক ডোজ দেওয়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন, কঠিন সময়ে তার চেয়ে ভাল উপহার আর কিছু হতে পারে না।' প্রধানমন্ত্রী মোদী জানান, 'ভারত এবং আফগানিস্তান উভয় দেশই হিংসামুক্ত পরিবেশ চায়। আফগানিস্তানে হিংসার ঘটনা বেড়ে যাওয়ায় আমরা উদ্বিগ্ন। আমরা কাবুলের পাশে রয়েছি।'
- Related topics -
- আন্তর্জাতিক
- আফগানিস্তান
- কাবুল
- ভারত