শেষমুহূর্তে দুরন্ত কামব্যাক! নুরিস্লাম সানায়েভকে হারিয়ে পদক নিশ্চিত করল কুস্তিগির রবি কুমার দাহিয়া
Wednesday, August 4 2021, 3:20 pm
Key Highlightsকাজাখস্তানের কুস্তিগির নুরিস্লাম সানায়েভকে কুস্তির ৫৭ কেজি বিভাগে হারিয়ে ফাইনালে উঠলেন কুস্তিগির রবি কুমার দাহিয়া। সেইসঙ্গে ভারতের জন্য নিশ্চিত হয়ে গেলো আরও একটি পদক জয়। সেমিফাইনালে কুস্তিগির নুরিস্লাম সানায়েভকে হারিয়ে বুধবার ফাইনালের টিকিট পেয়ে গেলেন রবি কুমার দাহিয়া। হরিয়ানার একজন কৃষকের ছেলে রবি কুমার দাহিয়ার আগে ভারতের হয়ে প্রথম ২০১২ সালের লন্ডন গেমসে স্বর্ণপদক অর্জন করেছিলেন সুশীল কুমার যদিও বা তাকে রৌপ্য পদক পেতে হয়েছিল। বৃহস্পতিবার সুশীলের পর দাহিয়াই প্রথম যিনি ফাইনাল লড়বে ।
-  Related topics - 
 - খেলাধুলা
 - টোকিও
 - অলিম্পিক্স
 - ভারত
 - কুস্তিগির
 - রবি কুমার দাহিয়া
 - কুস্তি
 

 