Ballistic Missile | ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ভারতের! ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনেও সক্ষম

Friday, November 29 2024, 3:21 am
highlightKey Highlights

ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল দেশ।


ক্ষেপণাস্ত্র পরীক্ষার ক্ষেত্রে সাফল্য ভারতের। ডুবোজাহাজ থেকে ছোড়া পরমাণু অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল দেশ। জানা গিয়েছে, পরমাণু বিদ্যুৎচালিত ডুবোজাহাজ ‘আইএনএস অরিঘাত’ থেকে এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয়েছে। এই মিসাইলটি সাড়ে ৩ হাজার কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি কঠিন জ্বালানি দ্বারা চালিত K4 সিরিজের ক্ষেপণাস্ত্র। একই ধরনের ক্ষেপণাস্ত্রের আরও কিছু পরীক্ষা চালাবে নৌসেনা। উল্লেখ্য, ভারতের কাছে এই মুহুর্তে পরমাণু শক্তিচালিত সাবমেরিন রয়েছে দুটি, ‘আইএনএস অরিহন্ত’ এবং ‘আইএনএস অরিঘাত’।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File