দেশ

Most Powerful Country | পিছিয়ে গেল জাপান, এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা পেল ভারত

Most Powerful Country | পিছিয়ে গেল জাপান, এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা পেল ভারত
Key Highlights

জাপানকে পেছনে ফেলে এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা পেল ভারত!

জাপানকে পেছনে ফেলে এশিয়ার তৃতীয় শক্তিশালী রাষ্ট্রের তকমা পেল ভারত! ‘লওয়ি ইনস্টিটিউট এশিয়া পাওয়ার ইনডেক্স’প্রকাশ করেছে ২৭টি দেশ নিয়ে 'এশীয় শক্তি সূচক' তালিকা। এই তালিকা সামরিক ক্ষমতা, রাজনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক প্রভাব সহ আটটি বিষয়ের উপর ভিত্তি করে তৈরী। আর এই সব বিভাগেই জাপানকে পিছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত। এই তালিকা অনুযায়ী, সর্বাধিক ক্ষমতাশালী রাষ্ট্র আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে চিন। তারপরই স্থান দখল করেছে ভারত। চতুর্থ স্থানে নেমে গিয়েছে জাপান।