Commonwealth Games | ২০৩০-র কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত? বিডের জন্য মিললো সবুজ সংকেত!

Wednesday, August 13 2025, 1:29 pm
highlightKey Highlights

২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য সবুজ সংকেত পেলো ভারত। বিড করার জন্য এসেছে সবুজ সংকেত।


২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য সবুজ সংকেত পেলো ভারত। এদিন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন বা IOA দিল্লিতে তাদের স্পেশাল জেনারেল মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, ২০৩০ সালের গেমস আয়োজনের দায়িত্বে ছিল ক্যানাডা। কিন্তু কমনওয়েলথ গেমস থেকে সরকারের আয় না হওয়া তারা সরে দাঁড়ানোয় আমেদাবাদকে বেস করে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করেছিল ভারত। এবার সেক্ষত্রে বিড করার জন্য এসেছে সবুজ সংকেত। ফলে ২০৩০ সালে গেমস আয়োজনের জন্য বিড করতে পারবে ভারত।৩১ আগস্ট বিড করার শেষ দিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File