Amit Shah | বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কমিটি গঠন করল ভারত! পোস্ট করে জানালেন অমিত শাহ

Friday, August 9 2024, 2:16 pm
highlightKey Highlights

সে দেশের সংখ্যালঘু-হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি কমিটি গঠন করল নয়াদিল্লি।


বাংলাদেশে বারংবার সংখ্যালঘুদের ওপর হামলার খবর সামনে আসছে। উদ্বিগ্ন হয়ে উঠছে ভারত সরকারও। এবার সে দেশের সংখ্যালঘু-হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে একটি কমিটি গঠন করল নয়াদিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, 'ভারত সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বংলাদেশের প্রশাসনের সঙ্গে নিত্য যোগাযোগ বজায় রাখবে। সেখানে এই মুহূর্তে যত ভারতীয় নাগরিক রয়েছেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তদারকি  করার পাশাপাশি পড়শি দেশে হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টিও দেখবে এই কমিটি।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File