আগামী ৭ই জানুয়ারি পর্যন্ত বাড়ল সময়সীমা, বন্ধ থাকবে ব্রিটেন-ভারতের সকল বিমান
Wednesday, December 30 2020, 7:08 am
Key Highlightsকরোনার নয়া স্ট্রেনের ভ্রুকুটি ভঙ্গ করতে বুধবার সকালে কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিংহ পুরী টুইটারে জানান, ৩১শে ডিসেম্বর নয়, সেই সময়সীমা বেড়ে ৭ই জানুয়ারি, ২০২১ পর্যন্ত স্থগিত থাকবে ভারত-ব্রিটেন বিমান পরিষেবা। তারপর অতি কড়া সতর্কতার মাধ্যমে চালু হতে পারে এই পরিষেবা। তিনি বলেছেন, খুব শীঘ্র বিশদে এ নিয়ে নির্দেশিকা প্রকাশ করবে কেন্দ্র। গত ২৪ ঘন্টায় নতুন স্ট্রেনে আক্রান্ত হবার সংখ্যাটা ৬ থেকে বেড়ে এক লাফে ২০ ছুঁয়ে ফেলেছে। ফলে, উদ্বেগ বেড়েছে গোটা ভারতজুড়ে।
- Related topics -
- করোনা নতুন স্ট্রেন
- কোভিড ১৯
- ভারতবর্ষ
- ব্রিটেন
- আন্তর্জাতিক বিমান

