বাণিজ্য

India's Export to US | ট্রাম্পের ট্যারিফের জেরে রপ্তানি বাড়লো ৩৫ শতাংশ! মার্চেই হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করলো ভারত!

India's Export to US | ট্রাম্পের ট্যারিফের জেরে রপ্তানি বাড়লো ৩৫ শতাংশ! মার্চেই  হাজার কোটি ডলারের পণ্য রপ্তানি করলো ভারত!
Key Highlights

চলতি বছর কেবল মার্চ মাসেই ভারত থেকে ১ হাজার কোটি ডলারেও বেশি মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে আমেরিকায়।

মার্কিন প্রেসিডেন্টের পদে দ্বিতীয়বার বসেই বিভিন্ন দেশের পণ্যে রেসিপ্রোক্যাল ট্যারিফ চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই শুল্ক কোপ থেকে বাঁচতে আমেরিকার সঙ্গে নানান চুক্তি করে ভারত সরকার। এর ফলে চলতি বছর কেবল মার্চ মাসেই ভারত থেকে ১ হাজার কোটি ডলারেও বেশি মূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে আমেরিকায়। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, এই সংখ্যা গত বছর মার্চ মাসের তুলনায় ৩৫ শতাংশ বেশি। এপ্রিল মাসেও আমেরিকায় পণ্য রপ্তানির পরিমাণ বাড়তে পারে বলে আশা ব্যবসায়ীদের।