Kho Kho World Cup 2025 | খো খো বিশ্বকাপে পুরুষ মহিলা দুই বিভাগেই বাজিমাত ভারতের, পৌঁছলো ফাইনালে
Sunday, January 19 2025, 5:23 am
Key Highlights
ছেলেদের পাশাপাশি মেয়েদের বিভাগেও খো খো বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত, জিততে পারে জোড়া খেতাব।
চলছে খো খো বিশ্বকাপ। শুধু ছেলেদের বিভাগেই নয় মেয়েদের বিভাগেও তরতরিয়ে ছুটছে ভারতের বিজয় রথ। দুই বিভাগেই বিশ্বকাপ ফাইনালে ভারত জায়গা করেছে অনায়াসে। খো খো বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের ছেলেরা দাপটের সঙ্গে পরাজিত করে দক্ষিণ আফ্রিকাকে। ম্যাচের ফল ভারতের অনুকূলে ৬২:৪২। খো খো বিশ্বকাপের সেমিফাইনালে মেয়েদের বিভাগেও ভারতের প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। এই বিভাগেও ৬৬:১৬ ব্যবধানে ভারত দাপুটে জয় পায়। উল্লেখ্য, ছেলে ও মেয়ে উভয় বিভাগেই খেতাবি লড়াইয়ে ভারতের প্রতিপক্ষ নেপাল।