UN | ইজরায়েলের পদক্ষেপের নিন্দা করে ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সমর্থনে চিঠি ১০৪টি দেশের, 'নিন্দাপত্রে' সই করলো না ভারত

Monday, October 14 2024, 10:33 am
highlightKey Highlights

ইজরায়েলের এক পদক্ষেপের নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করেছে।


ইজরায়েলের এক পদক্ষেপের নিন্দা করে রাষ্ট্রপুঞ্জের ১০৪টি দেশ ও আফ্রিকান ইউনিয়ন চিঠি প্রকাশ করেছে। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের ১০টি সদস্য দেশ এই চিঠিতে সই করেছে। তবে তাতে সই করেনি ভারত। আমেরিকা, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়াও সই করেনি।ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই ঘটনার নিন্দা না করার অভিযোগে ইজরায়েলে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রবেশাধিকারের উপরে নিষেধাজ্ঞা জারি করে নেতানিয়াহু সরকার। ওই ঘটনার নিন্দা করে,রাষ্ট্রপুঞ্জের মহাসচিবকে সমর্থন জানিয়ে চিঠি প্রকাশ করেছে বিশ্বের ১০৪ দেশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File