Indian Football Team | অভিষেকেই বাজিমাত কোচ খালিদ জামিলের! বল পায়ে তাজিকিস্তানকে উড়িয়ে দিলো ভারতের ছেলেরা

Saturday, August 30 2025, 4:29 am
Indian Football Team | অভিষেকেই বাজিমাত কোচ খালিদ জামিলের! বল পায়ে তাজিকিস্তানকে উড়িয়ে দিলো ভারতের ছেলেরা
highlightKey Highlights

কাফা নেশন্স কাপ ফুটবল টুর্নামেন্টে গ্রুপ লিগের প্রথম ম্যাচে তাজিকিস্তানকে ২–১ গোলে হারিয়ে দিল ভারত।


চলছে কাফা নেশন্স কাপ। শুক্রবার তাজিকিস্তানের হিসর সেন্ট্রাল স্টেডিয়ামে তাজিকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারত। খালিদ জামিলের কোচিংয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করলো ভারতের ছেলেরা। এদিনকার ম্যাচ জেতার কৃতিত্ব তিন তরুণ আনোয়ার আলি, সন্দেশ ঝিঙ্ঘান ও গুরপ্রীত সিং সান্ধুর। ম্যাচের ৫ মিনিটে গোল করেন আনোয়ার। ১৩ মিনিটে সন্দেশ ঝিঙ্ঘানকে দিয়ে গোলও করা‍ন তিনি। বেশ কয়েকটা নিশ্চিত গোল সহ একটি পেনাল্টি আটকান গোলকিপার গুরপ্রীত সিং। ফিফা ক্রমতালিকায় ২৭ ধাপ এগিয়ে থাকা তাজিকিস্তানকে ২:১ গোলে হারালো ভারত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File