খেলাধুলা

IND vs ENG | সমতা ফেরানোর ম্যাচে প্রথম দিনে ভারতে ঝুলিতে ৩০০ রান! সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন গিল

IND vs ENG | সমতা ফেরানোর ম্যাচে প্রথম দিনে ভারতে ঝুলিতে ৩০০ রান! সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন গিল
Key Highlights

প্রথম ম্যাচে রান ৩০০র গন্ডি ছাড়িয়েছে। ১১৪ রানে অপরাজিত ক্যাপ্টেন গিল। ৮৭ রানে থামতে হয়েছে যশস্বীকে।

লিডসে হারের পর এজবাস্টনে সমতা ফেরানোর লড়াইয়ে নেমেছে টিম ইন্ডিয়া। চোটের জন্যে বুমরাহ না খেলায় পরিবর্ত হিসেবে এসেছেন আকাশদীপ। সাই সুদর্শনের বদলে খেলছেন নীতীশ কুমার রেড্ডি, শার্দূল ঠাকুরের বদলে ওয়াশিংটন সুন্দর। প্রথম একাদশ নিয়ে অসন্তুষ্ট ক্রিকেট মহল। তবে এজবাস্টন টেস্টের প্রথম দিনে খানিকটা স্বস্তিতে ভারত। প্রথম ম্যাচে রান ৩০০র গন্ডি ছাড়িয়েছে। ১১৪ রানে অপরাজিত ক্যাপ্টেন গিল। ৮৭ রানে থামতে হয়েছে যশস্বীকে। ৪১ রান করে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। ২য় দিনে বড়ো রান তোলার সুযোগ রয়েছে ভারতের কাছে।