India-China | সেপ্টেম্বর থেকেই চালু ভারত-চিনের বিমান পরিষেবা? তৈরী থাকতে বলা হলো IndiGo-Air Indiaকে!

সেরকম হলে ৫ বছর পর দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে।
সম্প্রতি শোনা গিয়েছিলো, ভারতের সঙ্গে চিনের বিমান যোগাযোগ পুনরায় শুরু করা হবে। এবার সূত্রের খবর, আগস্টের ৩১ তারিখ থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে SCOর শীর্ষ সম্মেলনের সময় ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা হতে পারে। সেরকম হলে ৫ বছর পর দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ শুরু হবে। এদিকে, আগামী সেপ্তেম্বর মাস থেকেই ভারত চিন সরাসরি বিমান পরিষেবা দেওয়ার জন্য তৈরি থাকতে বলা হয়েছে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো ভারতের প্রথম সারির বিমান সংস্থাগুলোকে।
- Related topics -
- আন্তর্জাতিক
- চীন
- চিন
- ভারত
- বিমান পরিষেবা
- বিমান
- এয়ার ইন্ডিয়া
- ইন্ডিগো