India-China LAC | লাদাখ সীমান্ত নিয়ে মিটতে চলেছে ভারত ও চীনের জট, প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্যাট্রলিং নিয়ে ঐক্যমতে দুই দেশের
Monday, October 21 2024, 11:10 am
Key Highlightsচীন-ভারত সীমান্তে ৫ বছরের পর জট কাটছে, LAC বরাবর টহল নিয়ে ঐক্যমত হয়েছে।
লাদাখ সীমান্ত নিয়ে ভারত ও চীনের মধ্যে কাটতে চলেছে জট। LACতে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহলদারি নিয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরি জানান, ভারত চিন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্যাট্রলিং নিয়ে ঐক্যমতে পৌঁছেছে। ওই ঐক্যমতে পৌঁছানোর ফলে সেনা সরিয়ে নেওয়ার পথ প্রশস্ত হতে পারে। আর তার ফলে ২০২০ সালে পূর্ব লাদাখ সীমান্তে যে সমস্যার সূত্রপাত হয়েছিল, সেটার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
- Related topics -
- লাদাখ
- ভারত
- দেশ
- চীন
- চীন সেনা
- চীনা সেনা
- ভারতীয় সেনা
- ভারতীয় সেনা
- প্রতিরক্ষা

