IND vs AUS | পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেলো ভারত

Friday, November 22 2024, 9:27 am
IND vs AUS | পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে গুটিয়ে গেলো ভারত
highlightKey Highlights

সামারি.গাভাস্কার ট্রফির পারথ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রান করলো টিম ইন্ডিয়া।


বর্ডার গাভাস্কার ট্রফির পারথ টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রান করলো টিম ইন্ডিয়া। ভারত গুটিয়ে যায় মাত্র ৪৯.৪ ওভারে। র্বাধিক রান, ৪১ করেন নীতীশ রেড্ডি। ঋষভ পন্থ করেন ৩৭। ওপেনার কেএল রাহুল ২৬ রান করেন। এই তিন তারকাকে বাদ দিলে একমাত্র ধ্রুব জুরেল দুই অঙ্কের রান করতে পেরেছেন। অর্থাৎ, ১১ জনের মধ্যে মাত্র চারজন দুই অঙ্কের রান করতে পেরেছেন। এদিকে যশস্বী জয়সোয়াল ও দেবদত্ত পাড্ডিকাল খাতাই খুলতে পারেননি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File

লেটেস্ট আপডেট