এসএলসি ও ওরিয়ন রকেটের দ্বারা ভারতীয় বংশোদ্ভূত সুবাসিনীর দায়িত্বে চাঁদে মহাকাশযান পাঠাচ্ছে নাসা

Sunday, June 6 2021, 10:00 am
highlightKey Highlights

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আবার মহাকাশযান পাঠাতে চলেছে চাঁদে। এই প্রকল্পের এক বড় দায়িত্ব পালন করবে ভারতীয় বংশোদ্ভূত মহিলা ইঞ্জিনিয়ার সুবাসিনী আইয়ার। সুবাসিনীর জন্ম ভারতের কোয়েম্বত্তুরে। তিনি গত ২ বছর ধরে নাসার এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রসঙ্গে সুবাসিনী বলেছেন, ‘‘আমরা ৫০ বছর আগে শেষ বার চাঁদে পা দিয়েছিলাম। তাই আমরা আবার চাঁদে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। এই প্রজেক্টের প্রাথমিক স্তর থেকে নাসাকে যে কোনও ধরনের সাহায্য করা আমাদের দায়িত্ব।’’ এই প্রকল্পটির নাম ‘আর্টেমিস লুনার এক্সপ্লোরেশন’। নাসা জানিয়েছে, এক নতুন প্রযুক্তির সাহায্যে অর্থাৎ স্পেস লঞ্চ সিস্টেম ও ওরিয়ন রকেটের মাধ্যমে চাঁদে মহাকাশচারীদের পাঠানোর পরিকল্পনা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File