India vs Bangladesh | রুদ্ধশাস টাইব্রেকারে বাংলাদেশকে ২:১ গোলে উড়িয়ে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারত
Saturday, September 27 2025, 5:03 pm
Key Highlights৪:১ গোলে জিতে অনূর্ধ্ব-১৭ SAFF চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারতীয় ফুটবল দল।
কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ SAFF চ্যাম্পিয়নশিপ। এবারে খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ ছিল বিবিয়ানো ফার্নান্দেসের ছেলেদের সামনে। বিপক্ষে ছিল বাংলাদেশ। আসল উত্তেজনা তৈরী হলো টাইব্রেকারে। হাড্ডাহাড্ডি ম্যাচে টাইব্রেকারে ভারতের সামনে কার্যত দাঁড়াতে পারল না বাংলাদেশ। বাংলাদেশের এক ফুটবলারের শট লাগে পোস্টে। আর এক ফুটবলারের শট বাঁচিয়ে দেন ভারতের গোলকিপার। ফলে ৪:১ গোলে জিতে অনূর্ধ্ব-১৭ SAFF চ্যাম্পিয়নশিপ খেতাব জিতল ভারতীয় ফুটবল দল।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবলার
- ফুটবল লেজেন্ড
- ফুটবল
- সর্বভারতীয় ফুটবল ফেডারেশন
- ফুটবল প্রশিক্ষক
- ভারত
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ

