India vs South Africa T20 । "সূর্য"দেবের টিমের দাপটে মুখ পুড়লো প্রোটিয়াদের, সেঞ্চুরিসহ জয়ের 'তিলক' টিম ইন্ডিয়ার কপালে

Thursday, November 14 2024, 2:40 am
India vs South Africa T20 । "সূর্য"দেবের টিমের দাপটে মুখ পুড়লো প্রোটিয়াদের, সেঞ্চুরিসহ জয়ের 'তিলক' টিম ইন্ডিয়ার কপালে
highlightKey Highlights

চার ম্যাচের টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২:১ পয়েন্টে এগিয়ে গেল ভারত। সেঞ্চুরিয়নে সেঞ্চুরি তিলক বার্মার।


চার ম্যাচের টি২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২:১ পয়েন্টে এগিয়ে গেল ভারত। সেঞ্চুরিয়ানে এদিন টিমের কপালে জয়ের তিলক পরালো 'তিলক বার্মা'। টি২০ বিশ্বকাপে ডারবানের সেই ২১৮ রানের রেকর্ড ভাঙলেন তিনি। তাঁর সেঞ্চুরির জন্যই ভারত পৌঁছে গেল ২১৯ রানে। ভারতের ক্রিকেট ইতিহাসে কনিষ্ঠ ফরম্যাটে এটাই ভারতের সর্বোচ্চ রান। ম্যাচে ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত থাকেন তিলক। ৮টি বাউন্ডারি ও ৭টি বিশাল ছক্কা মারেন তিনি। এদিনকার ম্যাচে ১১ রানে জয় পেলো ভারত।  




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File