Asian Cup Qualifier | এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে মুখোমুখি ভারত-বাংলাদেশ! সুনীল বনাম হামজার দাপট শিলংয়ে!
Tuesday, March 25 2025, 10:00 am
Key Highlightsএশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে আজ শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত।
এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ডে আজ শিলংয়ে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। তবে ম্যাচের আগে কিছুটা চিন্তিত ভারতীয় দলের কোচ। কারণ একজন চল্লিশ বছরের অবসর নেওয়া ফুটবলার সুনীল ছেত্রীকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছেন তারা। যার ফলে ঘরে ও বাইরে সমালোচিত হয়েছেন জাতীয় কোচের পাশাপাশি ফেডারেশন কর্তারা। এদিকে বাংলাদেশে ঢুকেছেন ইপিএলে খেলা হামজা চৌধুরী। বিশ্বফুটবলের সর্বোচ্চ স্তরে খেলার অভিজ্ঞতা থাকা হামজা চৌধুরীর বাংলাদেশ দলে অন্তর্ভুক্তি হওয়ায়, বাংলাদেশের শক্তি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই চাপের মুখে পড়ছে ভারত।

