Asian Athletics Championship | এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষদিনে ৬টি পদক নিজের ঝুলিতে পুরলো ভারত
Saturday, May 31 2025, 4:15 pm
Key Highlightsএশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার শেষ দিনে ভারতের ঝুলিতে ৬টি পদক এসেছে।
এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের শেষদিনে ভারত ৬টি পদক জিতেছে। শনিবার পুরুষদের জ্যাভলিন ফাইনালে রুপো জিতেছেন শচীন যাদব। মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে রুপো পেয়েছেন পারুল চৌধুরী। মহিলাদের ৪x১০০ মিটার রিলে টিমও রুপো জিতেছে। রিলে টাইম ছিলেন অবিনায়া রাজারাজন, স্নেহা এসএস, শ্রাবণী নন্দা এবং নিত্য গান্ধে। অনিমেষ কুজুর পুরুষদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন। মহিলাদের ৮০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন পূজা। মহিলাদের ৪০০ মিটার হার্ডলেসে ব্রোঞ্জ জিতেছেন ভিথ্যা রামরাজ। সব মিলিয়ে ২৪টি পদক জিতেছেন ভারত।
- Related topics -
- খেলাধুলা
- এশিয়ান চ্যাম্পিয়নস
- খেলোয়াড়
- অন্য খেলা
- স্বর্ণ পদক
- রুপা

