India-Australia Refuelling Pact । এবার মাঝ আকাশেই ভরা যাবে জ্বালানি! চুক্তি ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে
Friday, November 22 2024, 4:44 pm
Key Highlightsউড়ান চলাকালীন মাঝ আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করতে পারবে ভারত ও অস্ট্রেলিয়ার এয়ার ফোর্স বা ব়্যাফ।
এবার উড়ান চলাকালীন মাঝ আকাশেই এক বিমান থেকে অন্য বিমান জ্বালানি সরবরাহ করতে পারবে ভারত ও অস্ট্রেলিয়ার এয়ার ফোর্স বা ব়্যাফ। বৃহস্পতিবার লাওসে আয়োজিত একটি বৈঠকে এই চুক্তি সম্পাদনের কথা ঘোষণা করেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী প্যাট কনরয়। এই চুক্তি অনুযায়ী, ব়্যাফের এয়ার টু এয়ার জ্বালানি সরবরাহকারী বিমান, কেসি ৩০A র মাধ্যমে ভারতীয় সশস্ত্রবাহিনীর বিমানে জ্বালানি ভরা যাবে।
- Related topics -
- দেশ
- ভারত
- অস্ট্রেলিয়া
- ভারতীয় বায়ুসেনা
- প্রতিরক্ষা

