ভারত মুখোমুখি হলো তালিবানের, আফগানিস্তানের নয়া শাসকদের সঙ্গে কি সম্পর্কের শৈত্য ছেদ ঘটবে?

Wednesday, October 20 2021, 12:44 pm
ভারত মুখোমুখি হলো তালিবানের, আফগানিস্তানের নয়া শাসকদের সঙ্গে  কি  সম্পর্কের শৈত্য ছেদ ঘটবে?
highlightKey Highlights

বুধবার তালিবানের মুখোমুখি হয়েছে ভারত। এই নিয়ে দ্বিতীয়বার তালিবানের সঙ্গে বৈঠক হতে চলেছে ভারতীয় প্রতিনিধিদের। তবে এই প্রথম ভারত-তালিবান আলোচনায় পৌরোহিত্য করবে অন্য কোনও দেশ। রাশিয়া দীর্ঘ দিন ধরেই চেষ্টা করছে আফগানিস্তানের নতুন তালিবান সরকারকে পূর্ণ মর্যাদা দিতে। তারা ও বুধবার মস্কোয় এ বিষয়ে একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে মূলত আফগানিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি, প্রতিবেশী দেশগুলির নিরাপত্তা এবং আফগানিস্তান থেকে অন্য দেশে সন্ত্রাস ছড়ানোর সম্ভাবনা এরূপ নানা বিষয় সংক্রান্ত আলোচনা হওয়ার কথা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File