INDIA Alliance | বিহারের ফলে ইন্ডিয়া জোটে ভাঙন? কংগ্রেসের দুর্বল নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন!
Friday, November 21 2025, 10:24 am
Key Highlightsবিহার নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের অন্দরে ফের একবার প্রশ্ন উঠছে কংগ্রেসের ভূমিকা নিয়ে।
বিহার নির্বাচনের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের অন্দরে ফের একবার প্রশ্ন উঠছে কংগ্রেসের ভূমিকা নিয়ে। সূত্রের খবর, বিহারের ফলাফলের পর জোটের একাধিক শরিক কংগ্রেসের ভূমিকায় এতটাই অসন্তুষ্ট এবং হতাশ যে তারা বিকল্প ভাবনার রাস্তা খোলা রাখছে। শোনা যাচ্ছে, আগামী দিনে আপের মতো জেএমএমও ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে স্বাধীনভাবে চলার কথা ভাবছে। এমনকি ইন্ডিয়া জোটের অন্দরে থাকা নিয়ে ভাবনা চিন্তা করছে শিব সেনার উদ্ধব শিবিরও। তাদের বক্তব্য, কংগ্রেসের প্রদেশ নেতারা একপাক্ষিকভাবে সিদ্ধান্ত নিচ্ছে।

