খেলাধুলা

IND vs ENG | লিডস টেস্টে তিনখানা শতরান করেও কপালে চিন্তার ভাঁজ , ৪৭১ রানেই অলআউট ভারত!

IND vs ENG | লিডস টেস্টে তিনখানা শতরান করেও কপালে  চিন্তার ভাঁজ , ৪৭১ রানেই অলআউট ভারত!
Key Highlights

প্রথম ইনিংসে ৫০০ প্লাস স্কোর হবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ৪৭১ রানেই অলআউট ভারত।

ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের প্রথম দিনেই সাড়ে তিনশো রান পেরিয়েছিল ভারত। দ্বিতীয় দিনে ঋষভ পন্থ সেঞ্চুরি করলেও ৫০০র দোরগোড়ায় পৌঁছতে পারলো না ভারতীয় দল। ম্যাচের দ্বিতীয় দিনে মাঠে খেলতে নামেন ক্যাপ্টেন শুভমন গিল ও ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। শনিবার ১৪৬ বলে শতরান পূর্ণ করলেন ঋষভ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৭ রান করে আউট হন শুভমন গিল। তারপর লোয়ার অর্ডারে রবীন্দ্র জাডেজা (১১) বিশেষ ভরসা দিতে পারেননি। শেষ ৭ উইকেট পড়ল মাত্র ৪১ রানেই! ৪৭১ রানেই অলআউট ভারত।