দেশএবার হোয়াটসঅ্যাপে বুক করুন রান্নার গ্যাস, কিন্তু কিভাবে ? জেনে নিন পদ্ধতি !
যত দিন এগোচ্ছে সরকার রান্নার গ্যাস বণ্টনের ওপর নিত্য নতুন নিয়ম আনছে। "Indane"-এর নাম প্রায় সকলেরই শোনা, এটি একটি গ্যাস পরিবেশক সংস্থা। এবার ১লা নভেম্বর থেকে হোয়াটসঅ্যাপের সাহায্যে আপনি আপনার রান্নার গ্যাস বুক করতে পারবেন, তার জন্য আপনার মোবাইল নম্বর রেজিস্টার করা থাকতে হবে। আর তারপর সংস্থার হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং-এর টেক্সট পাঠান সেই রেজিস্টার করা নম্বর থেকে। পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর এই তিনটি রাজ্যে 9088324365 নম্বরে ফোন করেই গ্যাস বুক করা যাবে। ইন্ডেন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন (ওয়েস্ট বেঙ্গল)-এর নির্দেশ অনুযায়ী নতুন মোবাইল নম্বর 7718955555-এ ফোন করে গ্যাস বুকিং করতে হবে।