IND vs SA Test | ফের টস হারলো ভারত, ইডেনে মুখোমুখি দুই দলের প্রথম একাদশ, আজকে খেলছেন কারা কারা?

আজ ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ফের টস হেরেছে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকার।
আজ ইডেনে ফের টস হেরেছে ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমার। ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুবমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাডেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ: এইডেন মারক্রাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, তেম্বা বাভুমা, টনি ডে জ়র্জ়ি, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরিয়েনে, শিমন হারমার, মার্কো জেনসন, করবিন বস, কেশব মহারাজ।
