Hardik Pandya | আহমেদাবাদে হার্দিক ঝড়, ১৬ বলে হাফসেঞ্চুরি করে প্রেমিকাকে উড়ন্ত চুমু ছুড়লেন পান্ডিয়া

হার্দিকের বিধ্বংসী ব্যাটিংয়ের জেরে শেষ টি-টোয়েন্টিতে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে তুলল ২৩১ রান।
আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচ। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের হাত ধরে বেশ দাপটের সঙ্গেই ব্যাটিং শুরু করে ভারত। তবে অভিষেক ২১ বলে ৩৪ রান করে আউট হন। আজকের শো স্টপার হার্দিক পাণ্ডিয়া। ১৬ বলে হাফসেঞ্চুরি করলেন এই ভারতীয় অলরাউন্ডার। চার ছক্কার তাণ্ডবের পর প্রেমিকা মাহিকা শর্মার উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়লেন পান্ডিয়া।
