IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা

Sunday, October 5 2025, 4:55 pm
highlightKey Highlights

হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করলেন না।


এশিয়া কাপে পাক অধিনায়কের সাথে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে নেননি ট্রফিও। একই রাস্তায় হাঁটলো হরমনপ্রীতরা। মহিলাদের বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করলেন না। টসের সময়ে হরমনপ্রীত ও ফতিমা একে অপরকে সৌজন্য বিনিময় পর্যন্ত করলেন না। একে অপরের সঙ্গে করমর্দনও করলেন না। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরিবর্তে হ্যান্ডশেক বিতর্ক ফের মাথাচাড়া দিল ভারতীয় ক্রিকেটে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File