IND W VS PAK W | এশিয়া কাপের পুনরাবৃত্তি, হ্যান্ডশেক করলেন না হরমনপ্রীত-ফতিমা
Sunday, October 5 2025, 4:55 pm

হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করলেন না।
এশিয়া কাপে পাক অধিনায়কের সাথে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ম্যাচ জিতে নেননি ট্রফিও। একই রাস্তায় হাঁটলো হরমনপ্রীতরা। মহিলাদের বিশ্বকাপের ভারত-পাক ম্যাচে হরমনপ্রীত কৌর ও ফতিমা সানা কেউ কারও সঙ্গে হ্যান্ডশেক করলেন না। টসের সময়ে হরমনপ্রীত ও ফতিমা একে অপরকে সৌজন্য বিনিময় পর্যন্ত করলেন না। একে অপরের সঙ্গে করমর্দনও করলেন না। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। পরিবর্তে হ্যান্ডশেক বিতর্ক ফের মাথাচাড়া দিল ভারতীয় ক্রিকেটে।
- Related topics -
- খেলাধুলা
- মহিলা ক্রিকেটার
- মহিলা চ্যাম্পিয়ান্স লীগ
- ভারতীয় ক্রিকেটদল
- ক্রিকেট বিশ্বকাপ
- ক্রিকেটার
- ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল
- ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল
- ক্রিকেট
- পাকিস্তান
- হরমনপ্রীত কউর
- পাকিস্তান পার্লামেন্ট