IND vs ENG | ম্যাঞ্চেস্টার টেস্টেও টস হারলেন গিল! ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে দলে ৩ পরিবর্তন!
Wednesday, July 23 2025, 11:25 am

এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টেস্টে টস হেরেছিলেন ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। ম্যাঞ্চেস্টার টেস্টেও ব্যতিক্রম হল না। ফের টস হারলেন গিল। এদিন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। বলা বাহুল্য, ম্যাঞ্চেস্টারে ভারতীয় দলে তিন বদল করেছে ম্যানেজমেন্ট। করুণ নায়ারের পরিবর্তে দলে খেলবেন সাই সুদর্শন। চোটের জন্য এই ম্যাচে বাদ নীতীশ কুমার রেড্ডি এবং আকাশ দীপ। তাঁদের বদলে সুযোগ পেলেন শার্দূল ঠাকুর এবং অংশুল কম্বোজকে। উল্লেখ্য, ২৪ বছরের অংশুলের অভিষেক হচ্ছে ম্যাঞ্চেস্টারে।