খেলাধুলা

Ind Vs Eng | পোশাকের লোগো বিভ্রাট! বিতর্কে অধিনায়ক গিল! কোটি টাকার আইনি বিপাকে পড়তে পারে BCCI

Ind Vs Eng | পোশাকের লোগো বিভ্রাট! বিতর্কে অধিনায়ক গিল! কোটি টাকার আইনি বিপাকে পড়তে পারে BCCI
Key Highlights

এজবাস্টনে শনিবার ভারতের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শেষে ‘ইনিংস ডিক্লেয়ার’ করার সময় শুভমন গিল যে পোশাক পরে তা করেছেন, সেই পোশাক বিতর্কের কেন্দ্রে।

চলছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। এজবাস্ট টেস্টের চতুর্থ দিনে ৬১৩ রানে এগিয়ে থেকে ইনিংস ডিক্লেয়ার করলেন অধিনায়ক গিল। এদিন নায়কের ভঙ্গিতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে দু’হাত তুলে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে ডেকে তুলে নিলেন গিল। আর সেখানেই বেঁধেছে গন্ডগোল। গিল যে কালো গেঞ্জি পরে ইনিংস ডিক্লেয়ার করেছেন তাতে নাইকি সংস্থার লোগো রয়েছে। এদিকে BCCI এর স্পনসর নাইকির চিরপ্রতিদ্বন্ধী অ্যাডিডাস। এই লোগো বিভ্রাটে আইনি বিপাকে পড়তে পারে বিসিসিআই। ২৫০ থেকে ৩০০ কোটি টাকা জরিমানা হতে পারে বোর্ডের।