IND vs BAN | ভারতে দল পাঠাচ্ছে না বাংলাদেশ, স্থগিত দু'দেশের মহিলাদের ক্রিকেট সিরিজ?

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, আগামী মাসে ভারতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের।
পুরুষ দলের পর পিছিয়ে যেতে চলেছে ভারত বনাম বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের ম্যাচও? আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম অনুযায়ী, আগামী মাসে ভারতে তিনটি ওয়ানডে ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের। তবে সেই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। কারণ হিসেবে বলা হচ্ছে, ‘দুই দেশের সরকারের মধ্যে কূটনৈতিক জটিলতা।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিকল্প খুঁজছে ঠিকই, তবে তা পাওয়া মুশকিল। কারণ জানুয়ারিতে মহিলাদের প্রিমিয়ার লিগ। তারপর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতের মহিলা দল।
- Related topics -
- খেলাধুলা
- ক্রিকেট
- ভারতীয় ক্রিকেটদল
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
