IND vs AUS | তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল! সূচি প্রকাশ করলো BCCI!

অজিদের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করলো বিসিসিআই।
অজিদের বিরুদ্ধে ভারতের মহিলা ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করলো বিসিসিআই। ১৪, ১৭ এবং ২০ সেপ্টেম্বর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে হবে এই ম্যাচগুলি। বলা বাহুল্য, ১৮ বছর পর ফের চিপকে আয়োজিত হবে মহিলাদের ওয়ানডে। উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকেই রয়েছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তবে তার আগে জুন জুলাইয়ে ভারতীয় মহিলা দল ইংল্যান্ড সফর করবে। সেখানে পাঁচটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ভারত।