দেশ

আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তো? না হলে হাতে মাত্র কালকের দিন, অন্যথায় দিতে হবে মোটা অঙ্ক

আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেছেন তো? না হলে হাতে মাত্র কালকের দিন, অন্যথায় দিতে হবে মোটা অঙ্ক
Key Highlights

ইনকাম ট্যাক্স রিটার্ন ২০১৯-২০২০-এর সময়সীমা বাড়িয়ে ৩১শে ডিসেম্বর ২০২০ পর্যন্ত করা হয়েছিল। এখনও পর্যন্ত আবেদন না করে থাকলে অনলাইন অফলাইন দুটি ভাবেই Income Tax File করতে পারবেন। ট্যাক্স জমা দিতে বিলম্ব করলেই 234F বিভাগের আওতায় আপনাকে জরিমানা দিতে হতে পারে। আগামীকালের মধ্যে ফাইল করলে ৫০০০ টাকা জরিমানা বাবদ দিতে হবে। কিন্তু আপনি যদি ১লা জানুয়ারি থেকে ৩১শে মার্চ, ২০২১-এর মধ্যে দিলে জরিমানা বাবদ ১০,০০০ টাকা দিতে হবে আপনাকে। Income Tax Department website এ প্রকাশিত গাইডলাইন মোতাবেক আপনি যদি ইনকাম ট্যাক্সের আওতায় না পরেন তাহলে দেরি করে ফাইল করলেও আপনাকে এই জরিমানা দিতে হবে না।