বিনোদন

Income Tax raid South Producers | দক্ষিণী প্রযোজকদের বাড়ি আয়কর হানা, বিপাকে পুষ্পা ২; গেম চেঞ্জার ছবির প্রোডিউসাররা

Income Tax raid South Producers | দক্ষিণী প্রযোজকদের বাড়ি আয়কর হানা, বিপাকে পুষ্পা ২; গেম চেঞ্জার ছবির প্রোডিউসাররা
Key Highlights

আয়কর বিভাগের তরফে এদিন দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়।

মঙ্গলবার, ২১ জানুয়ারি থেকে আয়কর বিভাগের তরফে দক্ষিণের জনপ্রিয় প্রযোজকদের বাড়ি থেকে অফিস সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এদিন গেম চেঞ্জার ছবির প্রযোজক দিল রাজুর জুবিলি হিলস, বানজারা হিলসের বাড়ি থেকে অফিস, তাঁর ভাই শিরীষ এবং মেয়ে হংসিতা রেড্ডি সহ অন্যান্য আত্মীয়র বাড়িতেও হানা দিলো আয়কর বিভাগের প্রায় ৫৫টি টিম। পুষ্পা ২ ছবির প্রযোজকদের বাড়ি এবং অফিসেও হানা দেওয়া হয়েছে। কেন এই তল্লাশি করা হচ্ছে তা এখনও স্পষ্ট নয়।