Income Tax Bill | লোকসভায় পাশ হয়ে গেল নতুন আয়কর বিল! রয়েছে কী কী সুপারিশ?

Tuesday, August 12 2025, 5:09 am
highlightKey Highlights

সিলেক্ট কমিটির সুপারিশ অন্তর্ভুক্ত করার পর লোকসভায় পাশ হয়ে গেল নতুন আয়কর বিল।


সিলেক্ট কমিটির সুপারিশ অন্তর্ভুক্ত করার পর লোকসভায় পাশ হয়ে গেল নতুন আয়কর বিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লোকসভায় পেশ হয়েছিল এই বিলটি। এই বিল অনুযায়ী,রিটার্ন ফাইল করতে দেরি হলেও রিফান্ড চাইতে পারেন করদাতারা। TDS ফাইল করতে দেরি হলেও পেনাল্টি হবে না। যাঁরা কর দেন না, তাঁদের আগে থেকেই নিল সার্টিফিকেট গ্রহণ করতে পারেন। এককালীন পেনশনের ক্ষেত্রে কর ছাড় পাওয়া সহ সম্পত্তি করের নিয়মাবলি আরও স্পষ্ট করা হয়েছে এই বিলে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File