Kolkata Metro | পিছিয়ে যেতে পারে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রোর উদ্বোধন! এখনও হয়নি টানেলের ফিনিশিং টাচের কাজ!

উদ্বোধনের আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) যে চূড়ান্ত পরিদর্শনের প্রয়োজন হয়, সেটা কিছুটা দেরি হয়েছে।
সম্প্রতি শোনা যাচ্ছিলো, কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড অংশের পরিষেবা চালু হবে এপ্রিল মাসেই। কিন্তু এবার শোনা যাচ্ছে, সেই আশা পিছিয়ে যেতে পারে। সূত্রের খবর, উদ্বোধনের আগে কমিশনার অফ রেলওয়ে সেফটির (CRS) যে চূড়ান্ত পরিদর্শনের প্রয়োজন হয়, সেটা কিছুটা দেরি হয়েছে। জানা গিয়েছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেডের মধ্যে যে টানেল আছে, সেটার ফিনিশিং টাচ দেওয়ার কাজ কিছুটা বাকি থেকে গিয়েছে। আর সেই কাজ শেষ না হওয়ায় ওই অংশের পরিদর্শনে আসতে পারেনি CRSর দল।