দেশ

Asia's Longest Double Decker Flyover । ৫৭৩ কোটি টাকা খরচ করে তৈরী এশিয়ার প্রথম চার লেনের দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার

Asia's Longest Double Decker Flyover । ৫৭৩ কোটি টাকা খরচ করে তৈরী এশিয়ার প্রথম চার লেনের দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার
Key Highlights

উদ্বোধন হলো এশিয়ায় এই প্রথম চার লেনের দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার।

উদ্বোধন হলো এশিয়ায় এই প্রথম চার লেনের দীর্ঘতম ডবল ডেকার ফ্লাইওভার। ৫৭৩ কোটি টাকা খরচ করে এই ৫.৬ কিলোমিটারের এই ডবল ডেকার কাম্পটি রোড ফ্লাইওভার, মহামেট্রো এবং এনএইচএআই বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার দ্বারা তৈরী করা হয়েছে। এলআইসি স্কোয়ার থেকে অটোমোটিভ স্কোয়ার পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভার। ফ্লাইওভারের উপরই, পাঁচটি মেট্রো স্টেশন গদ্দিগোদাম চক, কদবি চক, ইন্দোরা চক, নারী রোড, অটোমোটিভ চক, নির্মাণ করা হয়েছে অনন্য প্রযুক্তি ব্যবহার করে।