Whatsapp | হোয়াটসঅ্যাপে টাকা পাঠানো হবে আরও সহজ! এই ফিচার টেক্কা দেবে Google Pay, Phone Payকেও!

Friday, February 28 2025, 5:30 am
highlightKey Highlights

এবার UPI লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন।


হোয়াটসঅ্যাপে টাকা লেনদেনের জন্য পেমেন্ট অপশন চালু হয়েছে বহুদিন। এবার এই ব্যবস্থাকে আরও উন্নত করতে বিশেষ পদক্ষেপ নিলো META। এবার UPI লাইট নামে নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। এর ফলে ছোটখাটো লেনদেনে আর লাগবে না পিন। আরও কম সময়ে পাঠানো যাবে টাকা। এই ফিচার Google Pay, Phone Payকে রীতিমতো টেক্কা দেবে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে এই ফিচার চালু করা হয়েছে বলে খবর। পরবর্তীতে সকলেই এই ফিচারের সুবিধা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File