Waqf Act | 'বিস্তারিত শুনেই দেওয়া হবে নির্দেশিকা'! ওয়াকফ আইন মামলায় বক্তব্য সুপ্রিম কোর্টের!
Monday, May 5 2025, 11:19 am
Key Highlightsআজ ওয়াকফ আইন মামলায় বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরে ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে।
আজ, সংশোধিত ওয়াকফ আইন মামলায় কোনও নির্দেশিকাই দিল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিল, বিস্তারিত শোনার পরে ওয়াকফ আইন নিয়ে নির্দেশিকা দেওয়া হবে। মামলার পরবর্তী শুনানি হবে ১৫ মে। ওইদিন সুপ্রিম কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হবে। উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাষ্ট্রপতির স্বাক্ষর নিয়ে ওয়াকফ বিলটি আইনে পরিণত হয়, কিন্তু এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়।
-  Related topics - 
 - দেশ
 - ভারত
 - সুপ্রিম কোর্ট
 - শীর্ষ আদালত
 - ওয়াকফ বিল
 

 