Uttarakhand | বাঁধভাঙা বৃষ্টির জের, দেবভূমি উত্তরাখণ্ডে ফের স্থগিত 'চারধাম' যাত্রা!

Friday, July 4 2025, 4:00 pm
highlightKey Highlights

ধসের জেরে পাঁচদিন ধরে বন্ধ রয়েছে বদ্রীনাথ জাতীয় সড়ক। এই পরিস্থিতিতে আপাতত চারধাম যাত্রা বন্ধ রাখার কথা ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।


একটানা বৃষ্টিতে উত্তরাখণ্ডে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধস নেমেছে বদ্রীনাথ জাতীয় সড়কে। কাঁওয়ার যাত্রার জন্য ঋষিকেশের রাস্তায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। পরিষ্কার করা হচ্ছে বদ্রীনাথ জাতীয় সড়কও। এদিকে বৃহস্পতিবার থেকে পুনরায় বৃষ্টির জেরে অন্তত ২৪টি গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্যে চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। শুক্রবার রাজ্যের অবস্থা জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File