USA | ওয়াশিং মেশিন নিয়ে ঝামেলা, মার্কিন মুলুকে গলা কেটে খুন এক ভারতীয়!
Friday, September 12 2025, 4:21 am
Key Highlightsস্ত্রী এবং সন্তানদের সামনেই কুপিয়ে খুন করা হয় ৫০ বছর বয়সি চন্দ্রমৌলিকে।
আমেরিকায় এক ভারতীয়কে গলা কেটে খুনের অভিযোগ এক মার্কিনির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে টেক্সাসের ডালাস শহরের রাস্তার ধারের একটি হোটেলে। সূত্রের খবর, এদিন ওই হোটেলের কর্মচারী চন্দ্রমৌলি নাগামালিয়ার আরেক কর্মচারী ইয়োর্দানিস কোবোস মার্টিনেজকে ওয়াশিং মেশিন ব্যবহার করতে বারণ করেন। এ ঘটনায় হঠাৎ ক্ষেপে উঠে চন্দ্রমৌলিকে ছুরি নিয়ে তাড়া করে মার্টিনেজ। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানোর পর চন্দ্রমৌলির মাথা কেটে ডাস্টবিনে ফেলে পালানোর চেষ্টা করে মার্টিনেজ। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ঘটনায় মুখ খুলেছে ভারতীয় কনসুলেটও।
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভারতীয়
- আমেরিকা
- খুন

