দেশ

Tripura | বন্‌ধের ডাক তিপ্রা মথার সমর্থকদের, রক্তাক্ত ত্রিপুরা, আহত সরকারি আধিকারিক-সহ অন্তত ১৫

Tripura | বন্‌ধের ডাক তিপ্রা মথার সমর্থকদের, রক্তাক্ত ত্রিপুরা, আহত সরকারি আধিকারিক-সহ অন্তত ১৫
Key Highlights

বন্‌ধকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ধোলাই জেলার শান্তিবাজার এলাকা। বন্‌ধের বিরোধিতা করায় এই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে বচসা বাধে তিপ্রা সমর্থকদের।

অনুপ্রবেশ বন্ধ সহ ৮ দফা দাবিতে ত্রিপুরায় বন্‌ধের ডাক দিয়েছিল আদিবাসী সংগঠন তিপ্রা সিভিল সোসাইটি। এলাকার ব্যবসায়ীরা বন্‌ধের বিরোধিতা করায় উত্তাল হয়ে ওঠে ধোলাই জেলার শান্তিবাজার এলাকা। দুপক্ষের বচসায় ভাঙচুরের পাশাপাশি ওই অঞ্চলে একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। পরিস্থিতি সামাল দিতে এলে পুলিশ ও সরকারি আধিকারিকদের উপর হামলা চালায় তিপ্রা মথার সমর্থকরা। হামলায় আহত হয়েছেন সরকারি আধিকারিক সহ অন্তত ১৫ জন। এলাকায় অনির্দিষ্ট কালের জন্য জারি করা হয়েছে ১৬৩ ধারা।